স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার স্ত্রী ও ছেলেমেয়েদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গতকাল সোমবার এই আদেশ দেন। বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের উপ পরিচালক রেজাউল করিম। খবর বাংলানিউজের।

দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ওই আবেদনের ওপর শুনানি নিয়ে স্ত্রীসন্তানসহ বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন বিচারক। দুদকের আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদের দোসরদের অপসারণ দাবিতে ঢাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে টমটম, চালক আহত