স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে যাচ্ছিলেন বাইকে, কাভার্ডভ্যান চাপায় চালকের মৃত্যু

পতেঙ্গা কাটগড় মোড়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা কাটগড় মোড়ে কাভার্ডভ্যান চাপায় মো. মনজুর আলম (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় তার শিশুপুত্র আহত হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে ইস্টার্ন লজিস্টিকস ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনজুর আলম পূর্ব কাটগড় এলাকার শুক্কুর আলমের পুত্র।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন আজাদীকে জানান, রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে তার সাথে স্ত্রী পুত্রও ছিল। তারা সুস্থ আছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাভারভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আবদুর রহিম ও আজাদ জানান, মনজুর আলম মোটরসাইকেলে করে স্ত্রী ও তার পুত্রকে নিয়ে পতেঙ্গা মোড় থেকে কাটগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মনজুর আলম চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির স্ত্রী অক্ষত থাকলেও তাদের সঙ্গে থাকা শিশুটি হাতে সামান্য আঘাত পেয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ইস্টার্ন লজিস্টিকস ডিপোর সামনে প্রতিদিনই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। ডিপোর প্রবেশপথে কোনো নিরাপত্তাকর্মী বা যানবাহন নিয়ন্ত্রণকারী কর্মী না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সিকিউরিটিরা কেবল ডিপোর অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, ফলে বাইরে ক্রমাগত জটলা ও জনদুর্ভোগ তৈরি হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগের পশ্চিম অঞ্চলের ডিসি (ট্রাফিকপশ্চিম) নিস্কৃতি চাকমা বলেন, ইস্টার্ন লজিস্টিকস এলাকার সামনে নিয়মিত যানজট ও দুর্ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। এখানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং ডিপো কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় আউটার রিং রোড চালু হবে আগামী জুনে
পরবর্তী নিবন্ধকক্সবাজারের চার আসনের ৩টিতে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা