স্ত্রী-সন্তানকে নিরাপদে রেখে চাচাকে আনতে গিয়ে ভেসে গেল যুবক

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বন্যায় পানিবন্দি হয়েছিল ফরহাদ খানের পরিবার। পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। পানির স্রোতে ভেসে নিখোঁজ হন ফরহাদ। পরে হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।

গত রোববার রাতে স্বজনরা তাকে মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নানা বাড়িতে এনে দাফন করেন। ফরহাদের বাড়ি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহম্মদ খানের ছেলে। জানা গেছে, ফেনীর সিলোনিয়ায় যখন পানি বাড়তে থাকে তখন ফরহাদ স্ত্রী ও তিন সন্তানকে মীরসরাইয়ের পূর্ব হিঙ্গুলী গ্রামের নানার বাড়িতে রেখে আসেন। পরে বৃহস্পতিবার সকালে তার চাচাকে আনতে যান ফরহাদ। কিন্তু সেখানে গিয়ে পানির স্রোতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর গত শনিবার তার মরদেহ পায় স্বজনরা। ফরহাদের মামা বেলায়েত হোসেন জানান, এলাকায় ফরহাদের গরু ও মুরগির ফার্ম রয়েছে। বন্যায় যখন ফেনীর সিলোনিয়ায় পানি বাড়তে থাকে তখন স্ত্রী ও সন্তানদের মীরসরাইয়ে নানার বাড়িতে রেখে যান। পরে বাড়ির চাচাকে আনতে যান ফরহাদ। কিন্তু নিখোঁজ হন তিনি। পরে শনিবার ফেনীর সদর হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। কিন্তু ঢাকাচট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তার মৃতদেহ নানার বাড়িতে নিতে বিলম্ব হয়। অবশেষে রবিবার রাতে নানার বাড়িতে দাফন করা ফরহাদকে।

এদিকে ফরহাদের পরিবারের চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সবাই নির্বাক। ছেলে আরাফ খানের চোখে মুখে হতাশার ছাপ। বারবার বাবাকে খুঁজছে সন্তানরা।

পূর্ববর্তী নিবন্ধজাসদ সভাপতি ইনু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখুলেছে ফারাক্কার সব গেট, বন্যার শঙ্কা