জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিডিবির পূর্তকর্ম বিভাগের পরিচালক নগরীর উত্তর-মধ্য হালিশহর মুনির নগর এলাকার বাসিন্দা এসএমএ আজিম (৫৬) ও তার স্ত্রী নবতারা নুপুরের (৪৭) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেলে দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় এসএমএ আজিমের বিরুদ্ধে চাকুরিকালীন দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জিত সম্পদ আড়াল করার লক্ষ্যে স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পদ ছদ্মবেশে বিনিয়োগপূর্বক স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ করা হয়। অন্যদিকে তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে ৯৪ লক্ষ ২৮ হাজার ১৭২ টাকার সম্পদ গোপন এবং ৩ কোটি ৮৪ লক্ষ ৭৪ হাজার ৬০৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দখল, গোপন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ করা হয়। ঘটনার সময়ে এস এম এ আজিম চট্টগ্রামে পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।