স্ত্রীর সাথে অভিমান বাইশারীতে গৃহকর্তার আত্মহত্যা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাইশারীতে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন মোহাম্মদ রায়হান (২৪) নামে এক গৃহকর্তা। তিনি নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উত্তর করলিয়ামুড়া ৪নং ওয়ার্ডের আবদুল্লাহর ছেলে। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি জানান, রায়হান স্ত্রীসহ কক্সবাজারে থাকেন। সেখানে স্ত্রীর অভিমান করে বাইশারী আসার পথে ঈদঁগাও স্টেশনে বিষের বোতল কিনেন। এরপর গাড়িতেই যাত্রীদের অগোচরে বিষ পান করেন। চেয়ারম্যান আরো জানান, বিষ পানের পর তার অবস্থা বেগতিক দেখে অন্য যাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করেন। এরপর কক্সবাজার নেয়ার পথে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, রাইহান হত্যার শিকার হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখানখানাবাদে বেড়িবাঁধের পাশ থেকে গর্ত করে মাটি বিক্রি
পরবর্তী নিবন্ধআবারো ৫ দিনের রিমান্ডে ইদ্রিস সিআইপি