স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে চারদিন আগে মদ্যপ অবস্থায় এক প্রতিবেশিকে কুপিয়ে খুন করে চট্টগ্রামে পালিয়ে এসেছিলেন ৫০ বছরের রুস্তম আলী সরকার। বাড়ি তার রংপুরের পীরগঞ্জে। গত মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব–৭। গ্রেপ্তার রুস্তম রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ফকিরাপাড়া গ্রামের মৃত গণি সরকারের ছেলে।
র্যাব জানিয়েছে, রুস্তম আলীর স্ত্রীর সঙ্গে মোস্তাফিজের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিলেন রুস্তম আলী সরকার। এ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি মুদির দোকানের সামনে মোস্তাফিজের সঙ্গে রুস্তম আলীর বাগবিতন্ডা হয়। এ ঘটনার জেরে পরের দিন ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে মোস্তাফিজকে কুপিয়ে হত্যা করেন রুস্তম। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহতের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকান্ডের পর রুস্তম আলী পালিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে মহানগরীর ইপিজেড ফ্রি পোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।