স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে স্ত্রীর দায়ের করা ৫০ লাখ টাকা যৌতুক দাবি ও নির্যাতনের মামলায় তার স্বামী আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সহসভাপতি এবং চকবাজার গুলজার মোড় এলাকার মোতালেব মার্কেটের এস এস কম্পিউটারের মালিক। গত মঙ্গলবার আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে কাজীর দেউড়ি এলাকা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর ও বাদীর আইনজীবী সুরনজিত বড়ুয়া রাজু আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবী সুরনজিত বড়ুয়া রাজু বলেন, গত মে মাসে স্ত্রী কানিজ ফাতেমা যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করলে বিচারক সুমনের বিরুদ্ধে সমন দেন। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গ্রেপ্তার পাড়া প্রধান কারাগারে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাস হেলপার আহত