স্ত্রীর মামলায় সেই মোস্তাকিমের জামিন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মারধর ও যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় আলাচিত ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আন্দোলন করা সৈয়দ মোহাম্মদ মুনতাকিম প্রকাশ মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি ফটিকছড়ির ধর্মপুর এলাকার সৈয়দ মাওলানা মোহাম্মদ খালেদ আজমের ছেলে। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ এ আদেশ দেন।

মোস্তাকিমের আইনজীবী আরিফুর রহমান বাপ্পি আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ জুন মোস্তাকিমের বিরুদ্ধে তার স্ত্রী মারধর ও যৌতুক দাবির অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত সেদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই ধারাবাহিকতায় তিনি আজকে (গতকাল) আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে চমেক হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে আন্দোলন করেন মোস্তাকিম। সেখান থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। পরে তিনি জামিনে বের হয়ে ওসিসহ দুজনের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধরিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের নিচে
পরবর্তী নিবন্ধজামাকাপড় ড্রাই ওয়াশ না করে লন্ড্রি ওয়াশ করায় হাজার টাকা জরিমানা ও মুচলেকা!