কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ফেরিঘাটে গত ১০ এপ্রিল বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পারুল দাশের (৫০) মৃত্যুর পর তার স্বামী মাখন দাশও (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এ ঘটনায় পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত ট্রাক চালকসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার পরই চালক বালু বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। তবে ট্রাক চালক, হেলপার এবং গাড়ির মালিককে খুঁজে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
গত ১০ এপ্রিল অটো রিকশা করে লিচুবাগান ফেরি পার হচ্ছিলেন পারুল ও মাখন। এ সময় বালু বোঝাই করা একটি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা অটো রিক্সাটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পারুল মারা যান। গুরুতর আহত হয়ে স্বামী মাখন দাশ চমেক হাসপাতালে ভর্তি ছিলেন।