স্ত্রীর চিকিৎসার খরচ ও নিজের শখ পূরণে পিকআপ চুরি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

স্ত্রীর চিকিৎসার খরচ যোগাতে এবং নিজের শখ পূরণ করতে মালবাহী পিকআপ চুরি করে অবশেষে ধরা পড়েছেন মো. আসিফ করিম রনি (২৭) নামে এক যুবক। গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় চুরি হওয়া মালবাহী পিকআপটি। আসিফের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামপুর উপজেলার সোনাপুর সুইট গেট এলাকায়। তিনি বর্তমানে খুলশী থানার শিকদারঘাটা টাইগারপাস এলাকায় থাকেন।
খুলশী থানার ওসি সন্তোষ চাকমা আজাদীকে জানান, গত ৮ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে টাইগারপাস পি-ডব্লিউ কলোনি মসজিদের সামনের রাস্তা থেকে আবু তাহের নামে এক ব্যক্তির মালবাহী একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা করেন তাহের। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রনির অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে কর্ণফুলী থানাধীন ফকিরনিরহাট বাছা কোম্পানির গ্যারেজ থেকে চোরাই পিকআপটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানিয়েছে, স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে ও নিজে একটি মোটরসাইকেল কিনতে সে চুরির ঘটনাটি ঘটিয়েছে। স্ত্রীর জরায়ুর সিস্ট অপারেশন করতে লক্ষাধিক টাকা লাগবে বলে জানিয়েছে রনি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম পাহাড়ে মদের কারখানা
পরবর্তী নিবন্ধশুকনো মৌসুমের মধ্যেই নালা-নর্দমা প্রতিবন্ধকতা মুক্ত করা হবে