স্ত্রীর করা যৌতুক মামলায় কর কর্মকর্তা কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

 

 

যৌতুক চেয়ে মারধর, ঘর থেকে বের করে দেয়া, যোগাযোগ বন্ধ করে দেয়াএমন সব অভিযোগে স্ত্রীর দায়ের করা একটি মামলায় রাজীব রানা মল্লিক নামের এক সহকারী কর কমিশনারকে (ঢাকায় কর্মরত) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করেন। বাদীর আইনজীবী শুভাশীষ শর্মা আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার মক্কেল মামলা দায়ের করলে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে। এরমধ্যে তিনি আজ (গতকাল) আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজীব মল্লিক বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকার মৃত রঞ্জিত মল্লিক বাবুলের ছেলে। তার স্ত্রী প্রিয়া মুহুরী একই এলাকার মৃত রবীন্দ্র লাল মুহুরী ঝুন্টুর মেয়ে। গত ৬ মার্চ প্রিয়া মুহুরী তার স্বামী রাজীব রানা মল্লিকের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের ৮ জুলাই ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের বিয়ে হয়। কিছুদিন পর তিনি বুঝতে পারেন তার স্বামী একজন মাদকাসক্ত ও পরসম্পদ লোভী। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তার কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে ঘর থেকে বের করে দেয়া হয়। একটা সময় তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয় রাজীব।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে ষড়যন্ত্র রুখবে বীর চট্টগ্রামবাসী
পরবর্তী নিবন্ধরক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই