স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক পাহাড়ে রেখে দুবাই চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল (মঙ্গলবার) দুপুরে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পিবিআইয়ের তথ্য বলছে, নিহত নারীর নাম আমেনা বেগম (৩৩)।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পাহাড়ে পাওয়া নারীকে খুন করে একদিন পরে বিদেশে চলে গেছেন স্বামী ইয়াসিন আরাফাত।’
একই বিষয়ে নিহত আমেনার পিতা কামাল উদ্দিন বলেন, ‘আমার মেয়েকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যায় তার স্বামী। সেখানেই আমার মেয়েকে তার স্বামী খুন করেছে।’
সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমেনার এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান ছিল।
দুবাই প্রবাসী ইয়াসিন আরাফাতের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। সেই সংসারে একটি সন্তান রয়েছে। কিন্তু ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নেয়নি। এ কারণে স্ত্রীকে তিনি নগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় ভাড়া বাসায় রাখতেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত নারীর স্বামী দুবাইপ্রবাসী। কিছুদিন আগে সে দেশে আসে। স্ত্রীকে না জানিয়ে আরেকটি বিয়ে করে সে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল।