রাঙ্গুনিয়া উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জঙ্গল বগাবিল গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন মারা যাওয়া গৃহবধূর পিতা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হতভাগ্য গৃহবধূর নাম নিশাত আক্তার (১৯)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গুদারপাড় গ্রামের নাছের আহমদের মেয়ে। অন্যদিকে গ্রেপ্তারকৃত স্বামীর নাম মো. জুয়েল (২৮)। তিনি জঙ্গল বগাবিল গ্রামের আবু তাহেরের ছেলে। মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ২টায় বাপের বাড়ি গুদারপাড় গ্রামে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
গৃহবধূ নিশাত আক্তারের পিতা নাছের আহমদ জানান, গত সোমবার রাতে শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় নিশাত স্ট্রোক করেছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসময় স্বামী জুয়েল প্রথমে বলে টিভি দেখার সময় হঠাৎ স্ট্রোক করেছে, আবার বলে অজ্ঞাতনামা দুজন ছেলে এসে পালিয়ে যাওয়ার পর মাথা ঘুরে পড়ে গেছে। তবে এসময় চিকিৎসক মেয়েটির গলার দিকে ইঙ্গিত করে দাগ কিসের জিজ্ঞেস করতেই স্বামী এগুলোকে এলার্জির দাগ বলে উল্লেখ করে। পরে চিকিৎসকের জিজ্ঞাসাবাদের মুখে বর্ণনা পরিবর্তন করে বলে সে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে চিকিৎসকরা জানান, মেয়েটি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। ময়নাতদন্তে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
নাছের আহমদ তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে বলেন, মাত্র ছয়মাস আগে মেয়ের সঙ্গে জুয়েলের বিয়ে হয়েছিল। ইটভাটা মৌসুমে তার স্বামী চায়ের দোকান চালালেও এখন বেকার। এনজিও সংস্থায় তার ঋণ ছিল। সেগুলোর কিস্তির টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মেয়েকে শ্বাসরোধ করে তারা হত্যা করেছে।
এদিকে এই ঘটনায় কাউখালী থানা পুলিশ স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে। প্রাথমিক তদন্তে গৃহবধূকে হত্যার আলামত পাওয়ায় থানায় হত্যা মামলা রুজু হয়। পরে স্বামীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গৃহবধূ হত্যার দায়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় মামলার অভিযুক্ত আসামি স্বামী জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির ব্যাপারে আরও ব্যাপক তদন্ত করা হচ্ছে।