স্ত্রীকে মারতে না পেরে নিজের গলায় ফাঁস দিলেন মাদকাসক্ত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মাতাল অবস্থায় স্ত্রীকে মারতে না পেরে চন্দনাইশে গলায় ফাঁস লাগিয়ে মাদকাসক্ত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম শম্ভু ঘোষ (৪৮)। গত মঙ্গলবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী বাইন্যাপাড়া গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি এলাকার মৃত সনাতন ঘোষের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শম্ভু ঘোষ নিয়মিত মদ্যপান করতেন এবং এলাকায় ঋণগ্রস্ত ছিল। মদ্যপান করে তিনি নিয়মিত স্ত্রীকে মারধরও করতেন। ঘটনার দিন মঙ্গলবার রাতেও মদ্যপান করে মাতাল অবস্থায় তার স্ত্রীকে মারধর করার চেষ্টা করলে স্ত্রী পালিয়ে যায়। মাতাল অবস্থায় স্ত্রীকে মারতে না পেরে তিনি ঘরের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ওইদিন রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভিকটিম শম্ভু ঘোষ সবসময় মদ্যপ অবস্থা থাকত। এ নিয়ে পরিবারের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো এবং প্রায় সময় স্ত্রীকে মারধর করতো। শুনেছি ঘটনার দিনও সে তার স্ত্রীকে মারধর করার চেষ্টা করায় স্ত্রী অন্যত্র পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্ত্রীকে মারতে না পেরে এবং ঋণগ্রস্ত হওয়ায় মদ্যপ অবস্থায় ঘরের ভিতর সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গতকাল তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে কর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা