স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানের টংকাবর্তী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ভানলাল কিম বম (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামী মেনরুং ম্রোকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দুপুরে বান্দরবান সদর উপজেলার টংকাবর্তী ইউনিয়নের লাইলুনপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মূলত পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পাড়াবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী মেনরুং ম্রোকে গ্রেপ্তার করে। নিহতের গলায় এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর পরিবার গৃহবধূ আত্মহত্যা করছে বলে দাবি করলেও নিহতের স্বজনদের দাবি মেয়েকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, টংকাবর্তী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির পরিবার হত্যার অভিযোগ আনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধ৪০৮ জনকে আসামি করে চার মামলা
পরবর্তী নিবন্ধশর্ত ভঙ্গ করে লবণ পানি ঢোকানোর অভিযোগ