স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চরপাথরঘাটা

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইছানগর ডায়মন্ড এলাকার নুর হোসেনের ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রেশমা আক্তার রুমা (১৮)। আত্মহত্যা চেষ্টাকারী তার স্বামী ইব্রাহীম (২০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে রুমার ফুফু পেয়ারা বেগম চাকরি থেকে ফিরে দেখেন তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উপরের টিনের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, ইব্রাহীম সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে এবং পাশেই গলাকাটা দেহ পড়ে আছে ভাতিজি রুমার দেহ। পাশেই পড়ে ছিল রক্ত মাখা একটি বটি।

পেয়ারা বেগম জানান, তার ভাতিজি ও জামাই ১৩ দিন আগে তাদের ৮ মাসের মেয়ে জান্নাতকে নিয়ে বেড়াতে আসেন। গত দুই সপ্তাহ আগে তিনি তাদের মধ্যে কোনো কলহ বা ঝগড়া দেখেননি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার ও স্বামী ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র বটি জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুল হক জানান, নিহত রুমার পৈতৃক বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। আর ইব্রাহীমের বাড়ি সিলেটে। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) থেকে কর্তব্যরত চিকিৎসক জানান, কর্ণফুলী এলাকা থেকে আত্মহত্যা চেষ্টাকারী এক রোগী এসেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

পূর্ববর্তী নিবন্ধওঝাকে না পেয়ে ফিরলেন ঘরে, বমির পর হাসপাতালে নিতেই মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রেনের দরজায় বসল পা ঝুলিয়ে, থেতলে গেল প্লাটফর্মে লেগে