রাউজানের শাহানগরে যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মোহাম্মদ এসকান্দর। তিনি রাউজানের শাহানগর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতন করে গৃহবধূ মিনু আক্তারকে খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে এসকান্দরের সাথে মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে আসছিল তার স্বামী এসকান্দর। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১ জানুয়ারি মারধর, অতঃপর শ্বাসরোধ করে মিনুকে খুন করা হয়।
আদালত সূত্র জানায়, মিনু হত্যা মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর এসকান্দরের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।