স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে মাতৃকালয়ের সেমিনার

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪৭ অপরাহ্ণ

ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা মাতৃকালয়ের উদ্যোগে পটিয়া উপজেলার খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে নারীর স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুন নেছা বেগম রোজী। অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেখক ও গবেষক মুহাম্মদ আবু তৈয়ব। সমাজসেবা অফিসার বলেন, দুস্থ ক্যান্সার আক্রান্ত রোগীকে সমাজসেবা এককালীন ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করে। এতে সভাপতিত্ব করেন মাতৃকালয়ের সভাপতি জয়াশীষ দাশ।

পরে অধ্যাপক ডা. কামরুন নেছা বেগম নারীর স্তন এবং জরায়ুমুখ ক্যান্সার নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন করেন। শিক্ষার্থীদের রোগ নিরুপণের প্রাথমিক পদ্ধতিগুলো জানান এবং করণীয় বুঝিয়ে দেন। মাতৃকালয়ের স্বেচ্ছাসেবী অমিতা বড়ুয়ার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোর্ডিনেটর এবং নির্বাহী অনির্বাণ ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার