স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যুবরণ

চবি প্রতিনিধি | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ সেশনের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম মোহাম্মদ সাকিব। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

আজ সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি সোমবার ফুটবল খেলায় অংশ নেন।

ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন জানায় তার সহপাঠীরা। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধিরা সিএমসিতে যাচ্ছে। প্রয়োজনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো। ছাত্র প্রতিনিধিরা আসলে বাকি খবর আপনাদেরকে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় গণপিটুনিতে যুবকের মৃত্যু