স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ইনজুরিতে পড়া লিটন দাশ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে দারুণ হাসছে লিটন দাশের ব্যাট। গতকাল জিম্বাবুলেয় বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুন এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ক্যারিয়ারের ৭ম অর্ধশতক তুলে নেওয়ার পর রান তোলার গতি বাড়িয়েছিলেন লিটন। ছুটছিলেন শতকের দিকে। কিন্তু থামতে হয়েছে লিটনকে। পায়ে টান লেগে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে। ইনিংসের তখন ৩৪তম ওভারের খেলা চলছিল । প্রথম বলে দৌড়ে রান নিতে গিয়ে পায়ে টান লাগে লিটনের। এরপর মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেন এই ওপেনার। তবে কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে মাঠের মধ্য থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় তাকে। সিকান্দার রাজার করা ৩৪তম ওভারের প্রথম বল আলতো করে অন সাইডে খেলেই দ্রুত রান নিতে ছোটেন লিটন। রানের শেষ পর্যায়ে তাকে দেখা যায় একটু খোঁড়াতে। পরে মাঠেই পড়ে যান তিনি। ফিজিও এসে চিকিৎসাও করেন তাৎক্ষনিক। তবে আর উঠে দাঁড়ানোর অবস্থা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগের প্রথম সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধপঞ্চাশতম ম্যাচ খেললেন তাসকিন