স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়ে এলো ৪ নতুন ডিপোজিট প্রোডাক্ট

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৭ পূর্বাহ্ণ

ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে শরি‘আহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে। পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রোডাক্টসমূহ হলো নবাবিমুদারাবা মিলিওনিয়ার প্লাস, আমিরমুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণমুদারাবা ডাবল স্কিম এবং উপার্জনমুদারাবা মাসিক আয়। গত ৩০ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন আমানত সেবাসমূহের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক ও আইআরএম প্রধান মোহাম্মদ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা, সিআইপিএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের চারার ভারে বিদ্যুৎস্পৃষ্ট
পরবর্তী নিবন্ধডেঙ্গু থেকে চট্টগ্রামের মানুষকে বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে