স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:১৫ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা গত ২১ জুলাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, গুলজার আহমেদ, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, এ কে এম আব্দুল আলীম, মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভলপমেন্ট ও এসবিএল শরিয়াহ সেক্রেটারি মো. মোহন মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শেয়ারহোল্ডারবৃন্দ ও রেগুলেটরী অথরিটির পর্যবেক্ষকগণ অংশগ্রহণ করেন। ব্যাংকের ভারপ্রাপ্ত কোমপানি সেক্রেটারি মো আলী রেজা সভা পরিচালনা করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনের ব্যবসায়িক সূচকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে জোন চ্যাম্পিয়ন ফটিকা রহমানিয়া বিদ্যালয়