স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে গত ৩ সেপ্টেম্বর ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোহাম্মদ মোহন মিয়া এবং শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মো. আলী রেজা। ব্যাংকের ৪৭টি শাখার হেড অব ব্রাঞ্চ, ম্যানেজার অপারেশন্স, ইনভেস্টমেন্ট ইনচার্জ এবং এসবিএল শরি‘আহ সেক্রেটারিয়েটের নির্বাহী ও কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।