স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. তৌহিদুল আলম খান রেডমানি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামিক রোড শো’র অ্যাডভাইজরি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ এপ্রিল ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের উপর এই আন্তর্জাতিক আইএফএন রোড শো অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ইসলামিক ফাইন্যান্স-এর উপর অভিজ্ঞ ব্যক্তিবর্গ উক্ত রোড শো’তে অংশগ্রহণ করবেন। পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক ব্যাংকিং ও শরিয়াহ্ বিষয়ের উপর দক্ষ ও পারদর্শী ব্যক্তিবর্গের সমন্বয়ে আইএফএন রোড শো’র অ্যাডভাইজরি বোর্ড গঠিত হয় এবং বোর্ডের সদস্যবৃন্দ এধরনের অনুষ্ঠানের আলোচ্যসূচি, প্যানেলিস্ট নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকেন। উক্ত রোড শো-তে বাংলাদেশে গ্রিন সুকুক প্রবর্তন, শরিয়াহ বোর্ডের মাধ্যমে বাংলাদেশে ইসলামি ব্যাংকসমূহে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগ ও আমানতের বিভিন্ন আধুনিক শরিয়াহ্ মতবাদসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। এই বিষয়ে তৌহিদুল আলম খান বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যাবতীয় কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।