স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালনা পর্ষদের সভা

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালনা পর্ষদের সভা গত ৫ এপ্রিল স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালক কাজী আকরাম উদ্দিন আহ্‌মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন গাজী মাহমুদ হাসান, হেড অব রেমিটেন্স রেবেকা সুলতানা এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির সিইও মোহাম্মদ মালেক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজার তদারকিতে চেম্বার নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধজেএমসেন হল ও হাজারী লেইনে বসন্ত উৎসব শুরু আজ