ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের এক আসরে ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশীপের চলমান তৃতীয় চক্রে ৫’শ রান ও অন্তত ৩০ উইকেট শিকার পূর্ণ করেছেন মিরাজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অনবদ্য ৮৭ রানের ইনিংস খেলার পথে চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৫’শ রান পূর্ণ করেন মিরাজ। এ ম্যাচের আগে বোলিংয়ে ৩২ উইকেট পূর্ণ করেছিলেন মিরাজ। এ ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে সংখ্যাটা ৩৪’এ নিয়ে গেছেন মিরাজ। আর ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচের ১৬ ইনিংসে ৫৪৪ রান করেছেন মিরাজ। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশীপের ইতিহাসে অন্তত ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজা। এরমধ্যে দু’বার এমন নজির আছে স্টোকসের। ২০১৯–২১ মৌসুমে ১৩৩৪ রান ও ৩৪ উইকেট নেওয়ার পর ২০২১–২০২৩ আসরে ৯৭১ রান ও ৩০ উইকেট শিকার করেছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এছাড়া ২০২১–২০২৩ মৌসুমে জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।