নগরীর স্টেশন রোড এলাকা থেকে দু’জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– মো. ইব্রাহিম জুনাইদ ও মো. জাবেদ জাহাঙ্গীর।
গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, এ দু’জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতে পাঠানো হয়।












