স্টেশন রোডে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

নগরীর স্টেশন রোডস্থ গ্রামীণ মাঠ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অত্যাধুনিক ছয়টি ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম গত রোববার গভীর রাতে স্টেশন রোডস্থ গ্রামীণ মাঠ নার্সারির পাশে অন্ধকার স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে ছোরাসহ গ্রেপ্তার করে। ডাকাতি করার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি উক্ত স্থানে জড়ো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ছয়জন পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন প্রকাশ মাইকেল (২২), মোহাম্মদ সুমন (২৭), মোহাম্মদ রিপন আলী জমিদার প্রকাশ রিপন (৪২), মোহাম্মদ জুবায়ের প্রকাশ আব্দুল্লাহ (১৯), মোহাম্মদ এমরান শেখ (২৪) ও সাইফুল প্রকাশ শাকিল (২০)। গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত ছিনতাইকারী বলেও পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে। নগরীর বিভিন্ন পয়েন্টে তারা রাতের আধারে পথচারীদের দামী জিনিসপত্র, টাকা ও মোবাইল ছিনতাই করে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের এসআই মোহাম্মদ আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার পূর্ব চরকানাই গাউছিয়া বাইতুন নূর জামে মসজিদে হাফেজদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদ উপহার ও ইফতার বিতরণ