নগরের স্টেশন রোড এলাকায় বনফুলসহ পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দামে পণ্য বিক্রি ও নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
গতকাল পরিচালিত অভিযানে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, দিদার হোসেন ও আনিছুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিমালা না মানায় বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা ও তেলাপোকাযুক্ত পরিবেশে চটপটি, ফুচকা ও বিরিয়ানি তৈরি করা, সংরক্ষণ ও বিক্রি করায় সুবাহ ফাস্ট ফুডকে ১০ হাজার টাকা, মালঞ্চ জুবিলী রোড শাখাকে চার হাজার টাকা ও হাজী বিরিয়ানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে বেকারি আইটেম ও মিষ্টি প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও মোড়কজাত বিধিমালা না মানায় মিসকাহ ধানসিঁড়ি বেকারি এন্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।