স্টেডিয়াম ও সিআরবির ৪ রেস্টুরেন্ট ও খাবার প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫

হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নগরীর স্টেডিয়াম ও সিআরবি এলাকায় চার রেস্টুরেন্ট ও খাবারের দোকানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গতকাল ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার চট্টগ্রাম মেট্রোর সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, নগরীর সিআরবি এলাকায় অবস্থিত তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টকে অননুমোদিত ক্যামিকেল রাখাসহ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে স্টেডিয়াম এলাকার ফাস্টফুডের দোকান সাবজিরোকে ১৫ হাজার টাকা, রয়েলহাটকে ২০ হাজার টাকা এবং রোদেলা বিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা ।

পূর্ববর্তী নিবন্ধদুদক কর্মকর্তার পরিচয়ে টাকা চাওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধনিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প