স্টারলিংক আনতে ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে তাকে এ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস অফিস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে চিঠি দিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান ইউনূস। খবর বিডিনিউজের।

চিঠির বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা মাস্ককে বলেছেন, এ সফর তাকে বাংলাদেশের তরুণতরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এগিয়ে থাকা এ প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন।

ইউনূস বলেন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ার যে অভিন্ন লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে আসুন আমরা একসঙ্গে কাজ করি। তিনি বলেন, স্টারলিংকের ইন্টারনেট সংযোগ বাংলাদেশে কাঠামোতে রূপান্তরমূলক পরিবর্তন, বিশেষ করে তরুণদের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে এটি বড় রূপান্তর ঘটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ড. খলিলুর রহমানকে এ বিষয়ে স্পেসএক্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যেন আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে এ পরিষেবা চালু করা সম্ভব হয়।

এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসবকিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল : ইসি আনোয়ারুল
পরবর্তী নিবন্ধকমেছে এলএনজি আমদানি