স্টকহোমে পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:১৪ পূর্বাহ্ণ

সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কোরান পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। খবর বাসসের।

ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো অবস্থাতেই ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সকল ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতের সাথে প্রতারণা, বিচারকের মামলা
পরবর্তী নিবন্ধ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে