‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী মারা গেছেন

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন। গতকাল রোববার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
অনিতা চৌধুরী ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার
ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
১৯৫৮ সালে ৩ বন্ধুকে নিয়ে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেন স্যামসন এইচ চৌধুরী। অনিতা চৌধুরী ১৯৩২ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালের ৬ আগস্ট স্যামসন এইচ চৌধুরীর সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫০-এর দশকে স্কয়ার-এর প্রতিষ্ঠালগ্নে স্যামসন এইচ চৌধুরীর উদ্যোগকে সফল করতে শুরু থেকেই তিনি শক্তি, সাহস ও প্রেরণা নিয়ে স্বামীর পাশে ছিলেন। ২০১২ সালে স্যামসন এইচ চৌধুরী মারা যাবার পর থেকে স্কয়ার গ্রুপের ৬৪ হাজার কর্মীকে সন্তানতুল্য ভালোবাসা দিয়ে গেছেন তিনি। আমৃত্যু আগলে রেখেছেন মাতৃছায়ায়। স্কয়ার গ্রুপে যে কারণে তিনি আমার মাতা হিসেবে পরিচিতি ও ভালোবাসা পেয়েছেন। অনিতা চৌধুরী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধর্মীয়, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নানামুখী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে স্কয়ার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মাসে বাড়ল নয় হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅর্থ পাচার মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা