নগরীর বায়েজিদে কারখানার স্ক্র্যাপ ব্যবসার দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন জসিম উদ্দিন ও মুহাম্মদ আকরাম। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকালে বায়েজিদের ন্যাশনাল এক্সেসরিজ লিমিটেড কারখানার সামনে এই ঘটনা ঘটে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে জড়িতরা পালিয়ে যায়। যারা আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে দেখব।