পশ্চিম মাদারবাড়ি-কমদতলী-ধনিয়ালাপাড়া-দেওয়ানহাট এলাকা দিয়ে বিভিন্ন স্টীল রি-রোলিং মিলে আমদানিকৃত লোহার স্ক্র্যাপ বোঝাই ভারী ডাম্প ট্রাক ও দানবাকৃতির ট্রেইলার যাতায়াত বন্ধের দাবি জানিয়েছেন ‘জীবন ও সড়ক রক্ষা আন্দোলন’ সংগঠনসহ এলাকাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর কদমতলী এলাকার বাইশ মহল্লার প্রয়াত সর্দার ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আবুল খায়ের মেম্বারের বাড়িতে এই ব্যাপারে এক সভা অনুষ্ঠিত হয়।
জীবন ও সড়ক রক্ষা আন্দোলনের আহ্বায়ক মাহবুব আলম রাজীবের সভাপতিত্বে ও সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন মহল্লা কমিটি ও সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ। এ সময় উপস্থিত ছিলেন কদমতলী মহল্লা কমিটির সদস্য সচিব বদরুল হুদা মুরাদ, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরল আবছার, রশিদ মাস্টার লেইন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইসলাম, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, মোরশেদ বেগ, সাংবাদিক হুমায়ুন চৌধুরী, এডভোকেট শেখ মোহাম্মদ শওকত, নুরুল হুদা তানভীর, মো. আব্দুল নাহিদ, রাসেল আরাফাত, রিপন আহমেদ, এনামুল হক শিবলু, সাজ্জাদ হোসেন জাফর, রাসেল আরাফাত, রিপন আহমেদ, আব্দুল কাদের রুবেল, ইসতিয়াক হোসেন রিপন, রেজাউল করিম মনু, মোহাম্মদ তানজিদ খান, ইস্কান্দার নাহিদ, নাহিদ মুরাদ মুন্না, রাশেদ আমির, রাসেল জোবায়ের, আব্দুল মন্নান প্রমুখ।
বক্তারা বলেন, গত ৩-৪ বছর যাবত নগরীর রশিদ বিল্ডিং, মাদারবাড়ি, কদমতলী, দেওয়ানহাটের মত জনবহুল এলাকা দিয়ে দিন-রাত বেপরোয়াভাবে বিভিন্ন স্টীল রি-রোলিং মিল কর্তৃক আমদানিকৃত লোহার স্ক্র্যাপ বোঝাই ভারী ডাম্প ট্রাক ও দানবাকৃতির ট্রেইলার যাতায়াতের কারণে এলাকার জনগণের মাঝে মারাত্মক ভয় ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁঁকি নিয়ে চলছে এলাকার হাজার হাজার মানুষ। ১৪ চাকার ট্রেইলারে ৫০ টন ও ১০ চাকার ডাম্প ট্রাকে ৪০ টন ওজনের স্ক্র্যাপ চলাচলের সময় পুরো এলাকা কেঁপে উঠে। প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। রাস্তাজুড়ে দিনভর থাকে তীব্র যানজট। স্কুল যাতায়াতের পথে আতঙ্কে থাকে শিক্ষার্থীসহ অভিভাবক। কিন্তু এরপরও দিন দিন বেড়েই চলেছে এসব ভারী ডাম্প ট্রাক ও ট্রেইলার চলাচলের মাত্রা। এই আতংক এবং দুর্ঘটনা রোধে এসব ভারী যানবাহনগুলো পূর্বের রুটে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।