স্ক্র্যাপ জাহাজে ডাকাতি, ৪৩ জলদস্যু আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে স্ক্র্যাপ জাহাজে ডাকাতির সময় ৪৩ জলদস্যুকে আটক করেছে উপকূল রক্ষা বাহিনী কোস্ট গার্ড। গত মঙ্গলবার রাতে কক্সবাজার লাইট হাউজ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্ট গার্ড। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বঙ্গোপসাগরের ওই এলাকায় ‘এমভি লাডিন্ডা’ নামের একটি স্ক্র্যাপ জাহাজে ডাকাতি চলছে বলে মঙ্গলবার রাতে কোস্ট গার্ডকে খবর দেয় এএইচজেড নামের একটি শিপিং এজেন্ট কোম্পানি। খবর পেয়ে কোস্ট গার্ডের টহল জাহাজ ‘মনসুর আলী’ সেখানে গেলে এক দল লোক দুটি স্পিডবোট নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে ৪৩ জন জলদস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ‘এমভি লাডিন্ডা’ জাহাজ থেকে লুট করা বার্থিং হাউজার, স্টিল ওয়্যার রোপসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলেও কোস্ট গার্ড জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবড়ঠাকুর পাড়া স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ