স্কেভেটর চালানোর সময় দেয়ালের সঙ্গে ধাক্কা যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

‘জীবনটা সংক্ষিপ্ত! প্রাণ খুলে হাসুন, মন থেকে বাঁচুন। খুব ছোট ছোট কারণ বেঁচে থাকার জন্য যথেষ্ট! ভাল থাকার জন্য বিশেষ কিছু লাগে না’। মাত্র দুই মাস আগে জীবনের ব্যাপ্তি নিয়ে ফেসবুকে পোস্টটি করেছিলেন নজরুল ইসলাম। শেষ পর্যন্ত তার উপলব্ধিই যেন সত্যি হলো। মাত্র ২৫ বছর বয়সে ইতি ঘটল জীবনের। গতকাল নগরীর হালিশহরের নয়া বাজার বিশ্ব রোড এলাকায় মাটি কাটার স্কেভেটর দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। সন্দ্বীপের মুছাপুর ৯নং ওয়ার্ডের আবদুল সর্দার বাড়ির মো. নাসির উদ্দিনের ছেলে নজরুল। হালিশহরে চাচা আলাউদ্দিনের বাসায় থাকতেন তিনি। তার বাবা থাকেন আবুধাবি। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় নজরুল। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বিএ ক্লাসে পড়তেন। করোনাকালীন সময়ে আয়েশা ট্রেডার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শাহজাহান নামে এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কেভেটর চালানোর সময় জানালা দিয়ে মাথা বের করে নজরুল। এ সময় সড়কের পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পায় সে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, নজরুল ইসলামকে বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হয়। তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নজরুলের চাচা আলাউদ্দিন বলেন, সকালে কাজে গেল। অফিস থেকে ফোন করলো নজরুল আহত হয়ে মেডিকেলে ভর্তি। খবর পেয়ে ছুটে এলাম।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ধাপে জয়ী আওয়ামী লীগ ১৪৮, স্বতন্ত্র ৪৯
পরবর্তী নিবন্ধগাড়ির চেসিস ও স্টিয়ারিংয়ের ভেতর ইয়াবা