হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগের সুপার থ্রি’র প্রথম ম্যাচে মিউনিসিপ্যাল স্কুল ৩–০ গোলে জেএমসেন স্কুলকে পরাজিত করে। এতে করে তারা লিগ শিরোপার পথে একধাপ এগিয়ে গেলো। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ২ ও ১২ মিনিটে আরবি আরাফাতের ফিল্ড গোলে (২–০) লীড পায় মিউনিসিপ্যাল। ৫৭ মিনিটে আরবি আরাফাতের পাস থেকে ফরোয়ার্ড আদিত্য দর্শনীয় ফ্লিকে গোল করে (৩–০) জয় নিশ্চিত করে স্বাগতিক মিউনিসিপ্যাল স্কুল। এ জয়ে লিগ তালিকায় শীর্ষে অবস্থান করছে তারা। ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, অন্বেষ চৌধুরী। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় আরবি আরাফাতকে ক্রেষ্ট প্রদান করেন মিউনিসিপ্যাল স্কুলের ক্রীড়ানুরাগী সিনিয়র শিক্ষক অজয় কুমার শর্মা। আজ বুধবার ২.৩০ টায় সুপার থ্রি’র দ্বিতীয় ম্যাচ খেলবে হাতে খড়ি স্কুল এবং জেএমসেন স্কুল।












