স্কুল হকি লিগে মিউনিসিপ্যাল অপরাজিত চ্যাম্পিয়ন

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চসিক মিউনিসিপ্যাল স্কুল। এতে করে স্কুল হকি লিগের ২৭ তম আসরে রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তুললো স্বগতিকরা। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত সুপার থ্রি’র শেষ ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে () গোলে চসিক হাতে খড়ি স্কুলকে পরাজিত করে তারা। খেলার শুরুতে আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে মিউনিসিপ্যাল। তবে হাতে খড়ি স্কুলের রক্ষণ দৃঢতায় ১ম কোয়ার্টারে গোল পায়নি,২য় কোয়ার্টারের শুরুতে ১৯ মিনিটের সময় সম্মিলিত আক্রমণ থেকে আরবি আরাফাত চাতুর্যপূর্ণ ফ্লিকে গোল করলে তারা ১০ ব্যবধানে এগিয়ে যায়। এ সময় পাল্টা আক্রমণ থেকে একাধিক গোলের সুযোগ নষ্ট করে হাতে খড়ি স্কুল। তবে ৩য় কোয়ার্টারে ৩৬ মিনিটে আদিত্য’র ফিল্ড গোলে আবারো এগিয়ে যায় () মিউনিসিপ্যাল। ম্যাচের ৪র্থ কোয়ার্টারে ৫২মিনিটে আদিত্য’র আরও একটি ফিল্ড গোলে () গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক মিউনিসিপ্যাল স্কুল। লিগে ৫ খেলা শেষে ৫ জয়ে সর্বোচ্চ ১৫ পয়েন্ট অর্জন করে তারা। অপরদিকে সমসংখ্যক খেলায় ১জয়, ১ ড্র, ৩ পরাজয়ে ৪ পয়েন্ট অর্জন করে লিগে রানার্স আপ হয় চসিক হাতে খড়ি স্কুল।

ম্যাচ সেরা খেলোয়াড় মুহাম্মদ মিহির, লিগের সেরা খেলোয়াড় মুহাম্মদ রফিক, সর্বোচ্চ গোলদাতা আদিত্য তালুকদার (৭টি) নির্বাচিত হয়। ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, অন্বেষ চৌধুরী। খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাকির হোসেন পাটোয়রী এবং সাবেক কৃতি ফুটবলার সুলাল কান্তি বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা মহিলা বাস্কেটবল দল ঢাকা যাচ্ছে কাল
পরবর্তী নিবন্ধভারত ম্যাচ সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভুইয়ারা