হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ শিরোপা জিতেছে। গত বুধবার সুপার থ্রির শেষ ম্যাচে জে.এম.সেন স্কুলকে ১-০ গোলে পরাজিত করে তারা। ম্যাচের ৩৭ মিনিটে বিজয়ী দলের সাজ্জাদ গোল করে। লিগে ১৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করে মিউনিসিপ্যালের মোহাম্মদ সাজ্জাদ। লিগের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করে একই দলের মোহাম্মদ ইমাজউদ্দীন। ম্যাচসেরা হয় প্রেম ঘোষ। খেলা শেষে হকিকেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল। সাবেক কৃতি হকি খেলোয়ার মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক ফয়জুর রহমান রবিন, মির মোহাম্মদ কফিল উদ্দীন সিদ্দিকী।