হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ৫-২ গোলে নাসিরাবাদ গভ: স্কুলকে পরাজিত করে। মিউনিসিপ্যাল মডেল স্কুলের পক্ষে হ্যাট্রিকসহ সাজ্জাদ ৪ টি ও কামরুল ১টি করে গোল করেন। অন্যদিকে নাসিরাবাদ স্কুলের সবুজ ২টি গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নাসিরাবাদ স্কুলের অধিনায়ক শরফুদ্দীনকে ক্রেস্ট প্রদান করেন জেলার সাবেক কৃতী হকি খেলোয়াড় মুহাম্মদ রহিম।