স্কুল হকি লিগে জেএমসেন চ্যাম্পিয়ন

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগে স্কুল হকি লিগে স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সুপার থ্রীর শেষ ম্যাচে স্বাগতিক মিউনিসিপাল স্কুলকে ৫-৪ গোলে পরাজিত করে তারা এ কৃতিত্ব অর্জন করে। খেলায় জেএমসেন এর দোদুল ও অন্তর ২ টি করে, রকি ১টি এবং মিউনিসিপ্যালের সাজ্জাদ ২টি, কলিম ও প্রিতম ১ টি করে গোল করে। লিগে ১১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করে মোহাম্মদ সাজ্জাদ (মিউনিসিপ্যাল) এবং লিগের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করে জেভিয়ার ডায়াস (জেএমসেন)। খেলা শেষে হকিকেন্দ্র প্রতিষ্ঠাতা মুহাম্মদ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালক হাসান তৌফিক ইমাম, রিজওয়ানুল হক মামুন, মীর কফিল উদ্দীন সিদ্দকী, আরিফুর রহমান রুবেল, এস.এম রাসেল সিপিআর, মোহাম্মদ আইয়ুব আবদুল গনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনটি খেলা অনুষ্ঠিত