হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লিগের সুপার থ্রি পর্বের ২য় ম্যাচে গতকাল বুধবার হাতে খড়ি স্কুল ২–০ গোলে জেএমসেন স্কুলকে পরাজিত করে। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অধিনায়ক কাওসারের দুটি ফিল্ড গোলে ২–০ গোলের লীড পায় বিজয়ী দল। এ জয়ের ফলে লিগে রানার্সআপ নিশ্চিত করলো তারা। অপরদিকে জেএমসেন স্কুল সুপার থ্রি’র খেলা শেষে ৫ ম্যাচে ১ জয় ৪ পরাজয়ে ৩ পয়েন্ট অর্জন করে লীগ তালিকায় ৩য় স্থান অর্জন করলো চলতি বছর। ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, রাইয়ান চৌধুরী। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ কাউসারকে ক্রেষ্ট প্রদান করেন হকি কেন্দ্র অভিভাবক প্রতিনিধি বাসু কুমার শীল। আজ বৃহস্পতিবার বিকাল ২.৩০টাায় সুপার থ্রি’র শেষ ম্যাচে মিউনিসিপ্যাল স্কুল এবং হাতে খড়ি স্কুল প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ম্যাচ দিয়ে শেষ হবে হকি কেন্দ্র প্রশিক্ষণার্থীদের বার্ষিক মান নির্ণয়ের আয়োজন স্কুল হকি লিগের ২৭ তম আসর।












