স্কুল হকি লিগের সুপার থ্রি ম্যাচে লামাবাজারের জয়

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

স্কুল হকি লিগের সুপার থ্রির দ্বিতীয় ম্যাচে লামাবাজার এ..এস স্কুল ২০ গোলে জে.এম.সেন স্কুলকে পরাজিত করে। খেলার ৮ ও ৩৮ মিনিটে লামাবাজার স্কুলের পক্ষে সাকিব একাই ২টি ফিল্ড গোল করে। ৪ ম্যাচ শেষে লামাবাজার ৫ পয়েন্ট অর্জন করেছে। সমান খেলায় জে.এম.সেনের পয়েন্ট ৪। ম্যাচের সেরা খেলোয়াড় মোহাম্মদ সাকিবকে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভার্নিং বডির সদস্য সাদেক হোসেন পাপ্পু।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় যাওয়া যাবে না
পরবর্তী নিবন্ধচুয়েটে শিমুল স্মৃতি আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু