অবশেষে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে চট্টগ্রামে। আজ (৯ ডিসেম্বর) থেকে নগরীর ৫টি কেন্দ্রে এ টিকা প্রয়োগ করা হবে। প্রথম দিন (বৃহস্পতিবার) নগরীর ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ২৯ শিক্ষার্থীকে টিকা প্রয়োগের টার্গেট নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে মহানগরের স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে জানিয়ে জেলা শিক্ষা অফিসার বলেন, পরবর্তীতে উপজেলা পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রয়োগ করা হবে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের টিকাদানে আমাদের ভ্যাকসিনেটর প্রস্তুত রয়েছে। শিক্ষা বিভাগের প্রদত্ত তালিকা ও সূচি অনুযায়ী তারা (ভ্যাকসিনেটররা) গিয়ে টিকা প্রয়োগ করবেন।
জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী- স্কুল শিক্ষার্থীদের টিকাদানে নগরীতে ৫টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস ও সার্সন রোডের ক্যাম্পাস, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল, ওআর নিজাম রোডের ইউরোপিয়ান গ্রামার স্কুল ও পাঁচলাইশ এলাকার প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। এসব কেন্দ্রে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।
অন্যদিকে, প্রথম দিন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এই ৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সিজিএস চট্টেশ্বরী ও সার্সন রোড ক্যাম্পাস (মিডল ও আপার), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। এই ৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী ৩ হাজার ২৯ জন শিক্ষার্থী প্রথম দিন (আজ) ফাইজারের প্রথম ডোজ টিকা পাবে।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুরক্ষা প্লাটফর্মের খালি ভ্যাকসিন কার্ড (ফরম) সরবরাহ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এরইমধ্যে তাদের শিক্ষার্থীদের এসব কার্ড সরবরাহ করেছে। শিক্ষার্থীরা বাসা থেকে এই কার্ড পূরণ করে আনবে। টিকা নিতে আসার সময় শিক্ষার্থীদের কার্ডটি সাথে আনতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র (কিংবা রেজিস্ট্রেশন কার্ড, যদি থাকে) সঙ্গে আনলে হবে। টিকা নিতে আসার সময় শিক্ষার্থীদের আর বেশি কিছু আনার প্রয়োজন পড়বে না বলে জানান জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী।
উল্লেখ্য, এর আগে গত ১৬ নভেম্বর থেকে নগরীতে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু হয়।