দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বিবেচনায় স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষা সমপ্রসারণে অগ্রাধিকার দিতে হবে বাস্তব চাহিদাকে, শুধু অবকাঠামো নয়, শিক্ষার মানই মুখ্য।
গতকাল শনিবার সকালে কঙবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকায় প্রতিষ্ঠিত ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ’ এর শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় প্রকৃতপক্ষে স্কুল প্রয়োজন। স্কুল মানে শুধু বড় বড় ভবন নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। আমি এমন অনেক স্কুল দেখেছি, যেখানে বাঁশ বা টিনের বেড়া থাকলেও শিক্ষার মান ছিল অত্যন্ত ভালো–কারণ সেখানে ছিলেন দক্ষ ও মানসম্মত শিক্ষক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ অনেকে। এদিকে দিনভর চকরিয়ার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নেন সালাহউদ্দিন আহমদ। ফাঁসিয়াখালী ইউনিয়নে আল বালাগুল মুবীন মাদরাসায় আয়োজিত আলেম–ওলামা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। পাশাপাশি পৌরসভার বাঁশঘাট থেকে ফাঁসিয়াখালীর হাজিয়ান সংযোগ সড়কের জন্য মাতামুহুরী নদীর ওপর নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেন তিনি। পরে ডুলাহাজারা ও খাটাখালী ইউনিয়নেও দলীয় কর্মসূচিতে অংশ নেন সালাউদ্দিন আহমদ।












