বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কঠোর লকডাউনের কারণে যাওয়া যাচ্ছে না কোথাও। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু স্থবির হয়ে পড়েছে। প্রায় সকলেই ঘরে বসে অলস সময় কাটালেও শিশু-কিশোরদের ঘরে আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। কঠোর লকডাউনের এ সময় দুরন্ত শিশু-কিশোরদের জন্য এক প্রকার আশীর্বাদই হলো নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইনটি।
এর বিভিন্ন পয়েন্টে অস্থায়ী খেলার মাঠ বানিয়ে এলাকার শিশু-কিশোররা খেলছে ফুটবল। করোনার ভয় নেই তাদের মনে। চন্দনাইশের দোহাজারী অংশ থেকে সাতকানিয়ার কালিয়াইশ, কেঁউচিয়া সহ চকরিয়া, কক্সবাজার পর্যন্ত প্রতিদিন হাজার হাজার শিশু-কিশোর মেতে উঠে ফুটবল খেলায়।
রেললাইন ধরে হাঁটলে এমন দৃশ্য দেখা যায়।
রেললাইনে শিশু-কিশোরদের ফুটবল খেলার এ দৃশ্যটি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের হিন্দুপাড়া থেকে তোলা।