হাটহাজারীতে স্কুল পড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. এসকান্দর (৪৬) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের দক্ষিণ বুড়িশ্চর ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী টেন্ডলের বাড়ির মৃত লাল মিয়ার পুত্র। গত সোমবার এ ঘটনা ঘটলেও অভিযুক্ত গ্রেপ্তার হয় গত বুধবার দিবাগত রাতে। পরে গত বৃহস্পতিবার এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম শিশুটি প্রতিবেশী মুদি দোকানি এস্কান্দরকে চাচা বলে ডাকত। সেই হিসেবে সে স্কুলে যাওয়া আসার পথে তার দোকানে যেত। গত সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এসকান্দর তাকে স্থানীয় একটি মুরগী ফার্মের পাশে ঝোঁপের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে। বিষয়টি প্রথমে কাউকে না জানালেও পরে অভিভাবকদের কাছে জানায় শিশুটি।
হাটহাজারী থানার ওসি রুহুল আমীন সবুজ বলেন, গত বৃহস্পতিবার অভিযুক্তকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।