স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পরীক্ষার হলে যেকোনো ধরনের ডিভাইস (ক্যালকুলেটর) ব্যবহারে স্পষ্ট করে নিষেধাজ্ঞা থাকলেও শে্রিণকক্ষের ব্যাপারে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন, এতে শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠ্যগ্রহণ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। সত্যি বলতে গেলে শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে যাওয়া যাবে কি না এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো নীতিমালা নেই। বেশকিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তা ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কার্যকর। করোনা মহামারীর কারণে ২০২০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি থেকে প্রায় দুই বছর বন্ধ থাকে সব শিক্ষা প্রতিষ্ঠান। করেনার সংক্রমণ কমায় গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয় সশরীরে পাঠদান। কিন্তু মহামারীর কারণে মানুষের জনজীবন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে বিভিন্ন ধরনের ডিভাইসের ওপর। এর মধ্যে মোবাইল অন্যতম। বিশেষ করে টানা দুই বছর ঘরে থাকার কারণে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি চরমে পৌঁছেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা যে জীবন-যাপন করছি তাতে মোবাইলের ব্যবহারটা নিত্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এটিকে বাদ দেয়া আসলে সম্ভব নয়। তাই এটির ব্যবহারে নিষেধাজ্ঞা না দিলেও নির্দিষ্ট একটি নীতিমালা অবশ্যই প্রয়োজন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিয়ে যাবে কি না, গেলে কিভাবে ব্যবহারের অনুমতি পাবে এসব বিষয়গুলো নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্তে আসা প্রয়োজন।
শরীফ হাসান
সন্দ্বীপ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমাতঙ্গিনী হাজরা : মানবতাবাদী নেত্রী
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদীর বর্ষপূর্তিতে শুভেচ্ছা