স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্কুল পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা আজিমহাকিম স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আজিমহাকিম স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মো. হাকিম আলী। উপস্থিত ছিলেন হায়দার আলী রনি, মো. ফারহান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীঅভিভাবকদের উপস্থিতিতে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে সর্বত্র এক সাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন আজিমহাকিম স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও সকল শিক্ষকগণ। এতে ৮০ জন শিক্ষার্থী ও ২০ জন অভিভাবক সহ মোট ১০০ জনের মধ্যে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা হয়। প্রধান অতিথি বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় খাদ্যে ভেজাল মিশিয়ে জনগণকে স্বাস্থ্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার আহবান জানান। তিনি সকলকে ভেজাল, ফাস্ট ফুড জাতীয় খাদ্য পরিহার করে নিরাপদ মানসম্পন্ন খাদ্য গ্রহণের অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মো. হাকিম আলী বলেন, উপস্থিত ৮০ জন শিক্ষার্থী প্রত্যেকে যেন ১০ জন শিক্ষার্থীকে আজকের শিক্ষনীয় দিকগুলো তুলে ধরে। তিনি বাইরের খাবার পরিহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিউম্যাইন ফার্স্ট মুভমেন্টের কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধসব ষড়যন্ত্র ব্যর্থ করে আবারও জিতবে শেখ হাসিনা